আরো ৪৭ বছর পর..
একটা বাড়ি, পাশাপাশি আরো কিছু বাড়ি
একটা ব্রিজ;
কিছু মানুষের ওঠানামা
ইজারা নেওয়া গাড়ির চাকা,

তমসা ঘেরা সন্ধ্যে
অসিতিপর বৃদ্ধদের হঠাত্‍ থেমে যাওয়া
যুবক যুবতীদের আত্মহত্যা
সভ্যতার মায়াকান্না,

সোনালী আলোর খোঁজ..........

সূর্যের কাছে পৌছাতে হোলে ব্রিজ দরকার
বা জোড়াসাঁকো.......

আরো দূরে পাশাপাশি বেশ কিছু বাড়ি
অনেক নগর, সূর্যালোকে দৃপ্ত,
ভেসে আসা গান সুরের মূর্ছনা পরিহিত,

ব্যঞ্জনায় মিটিমিটি হাসে....
দাড়িবুড়ো এখনো এক ই আছে ।