ধুমকেতু আর আমি (২৩ বছর পর)
----------------------------------
২৩ বছর পর আবার এসেছে ফিরে ...
না লিওনার্দো দা ভিঞ্চির চিত্রশিল্প 'মোনালিসা নয়
পি.সি.সরকারের ম্যাজিক 'ওয়াটার অফ ইন্ডিয়া' নয়;
নেহাতই একটা ধুমকেতু ,
কালো রাত্রির জানলা পেরিয়ে এসেছে
আকাশে
উলম্বিত রশ্মি পর,
নতুন পৃথিবী দেখবে বলে
এবার বায়ুমণ্ডলে সব মহাজাগতিক
ধুলো পেরিয়ে...
ধেয়ে আসছ
মাটির আরো কাছাকাছি
গতির চরমে...;
উত্তরে ভোর.. জেগে উঠছে হিমালয়...
শ্বেতশুভ্র হিমালয়,
কাঞ্চনঝঙ্ঘা আজ আবার সোনালী
অসহনীয় সোনালী.....