তোমার গায়ে গুল্মলতা,
তোমার হাতে কুমড়ো ফুল;
তোমার মাথায় ঘুরছে ছাতা,
বৃষ্টি ভেবে করছি ভুল!
তোমার গায়ে কলমি-দোলন,
মুখে কারো প্রেমের ছায়া;
তোমার মধ্যে হচ্ছে লালন
আচেনা এক গোপন মায়া।
তোমার মুখে স্নিগ্ধ অরুণ,
তোমার চোখে শান্ত চাঁদ;
তোমার ছোঁয়া পাবার দরুণ
লাজুক লতার ঝরছে লাজ।
তোমার বায়ে দুলছে বাতাস,
ছায়ার তাপে গলছে ঢেউ;
জাগলে মনে তোমার আভাস,
আমার মতোই ঘামবে কেউ!