কোথায় বসতি এদের, জন্মঠিকুজি,
কীভাবে বেড়ে উঠে এরা,
কোথায়, কোন বাগিচায়, কার সাথে?
কোত্থেকে এরা নেমে আসে
অকস্মাৎ এই ধুসর মর্ত্যলোকে
জোছনার স্নিগ্ধ ধারাপাতে!

এরা কীভাবে এমন সুন্দর চেয়ে থাকে,
চলে অবাক সুন্দর ঢঙে,
উচ্চারণের নিবিড় ছন্দ সোপানে
এমন নিবিড় প্রাণময় সুন্দর হাসে!

কোন খেলাঘরে এরা শেখে
এমন নিখুঁত নন্দনচর্চা,
কে এমন গুরু নন্দনতত্ত্বের খড়িমাটি
চোখ বুঁজে তুলে দেয় এদের হাতে;
কে সেই এমন নিপূণ ভাস্কর,
এমন অতুল চিত্রকর,
এরা কার রংতুলি নেয়ে আসে?

স্বপ্নলোক হতে দু’দিনের ছুটি পেয়ে
এরা কোন পরী,
নেমে আসে কার আঙিনাতে,
কোন পদ্মপুকুরে ভাসে সদা সমুজ্জ্বল,
এরা কার সাথে অভিসারে মাতে!