বুঝিনাতো স্বর কি
অক্ষরবৃত্ত,
চিত্তে চমকি ওঠে
আনন্দনৃত্য।

ফুটে যায় শত ফুল
তালে কিবা বেতালে,
আপন ইচ্ছামত
কালে কিবা অকালে।

মূর্খের রাজা আমি
নই মোটে বিদ্বান,
জ্ঞানীদের হাতে থাক
সন্ধি ও সমাধান।

দুর্বল অতি আমি
ব্যকরণ ও ছন্দে,
মালির নিড়ানি হাতে
মেতেছি আনন্দে।