এই উৎপাতের শহর থেকে দূরে
এমন জায়গা আছে কোন পুরে ?
যেখানে গোধূলি আজ ও রক্তিম

যেখানে মানুষের ধৈর্য অসীম
অন্ধ-রাগ নয় রক্ষিতা-প্রতিম
নির্লজ্জ মনের সুপ্ত কামনা
মুক্ত চিন্তা, যেন সিক্তবসনা
যেখানে ঘর্মাক্ত নয় করমর্দন
আলিঙ্গনে শিথিল করে পরিজন
দুর্বল পড়ে না সবলের কবলে
মেনে নিয়ে, বিধির বিধান বলে
যুক্তি তর্ক মুছে ফেলে পাপোষে
মামলার শেষ কথা হয় আপোষে
দিন শেষে নামে প্রশান্ত সন্ধ্যা
“আসুক রাত্রি”, ভয় পায় না বন্ধ্যা

যেখানে ধীরে ধীরে, বন্ধু ধীরে ধীরে
কথা সারে নিজের, যায় চুপ করে
শেষে বলে, “হ্যাঁ, বলো তোমার কথা |
ছেড়ে এসেছ তো শহরে সব ব্যথা ?”

---------------------------------------
© ইন্দ্রনীর / ০৬ জুন ২০১৪