এই মন কোথায় শুরু, কোথায় যে শেষ কে জানে
কোথায় বা খুঁজে পাব, যে জানে সব প্রশ্নের মানে
মন কে যতই বাঁধি জড়িয়ে জীবনের ছন্দে, গানে
খেয়ালী মন ছুটে কেন যায় হেঁয়ালি ধাঁধার টানে
জীবনের এই টানা পোড়েনের দ্বন্দ্বে হল না জানা
কী প্রশ্ন জিগাতে হয় যা জিগাতে নেইকো মানা
পেয়েছি না জানি কত জ্ঞানের উৎসারিত উত্তর
শুধু যাকে প্রশ্ন করি সে হেসে রয় মূক, নিরুত্তর
------------------------------------------
© ইন্দ্রনীর / ১৮ নভেম্বর ২০১৩