রাত্রে তুমি নেই, আসবে সকালে ...
                             ... শূন্য দু’পাশ, বিছানায়
আমি থাকি জেগে নিভৃতে, এক চিন্তার দোনোমনায়

দেখি অসীম আয়ত সান্ধ্য পৃথিবীতে রুপালি জোছনায়
সবুজ মাঠের বুকে, হাওয়ার চাদর টেনে, প্রকৃতি ঘুমায়
আকাশের আবলুস বুকে অগুনতি তারার বসন্ত-ক্ষত
দুঃসাহসে খুঁটিয়ে চাটে চাঁদ, নির্লজ্জ কামুক, রবাহূত
আলিঙ্গনের আশে বাঁকা আকাঙ্ক্ষী ময়ূরাক্ষীর রেত
চুরিয়ে চায় পাশ ফিরে, নিঃসাড়ে, প্রৌঢ় ধানক্ষেত
কামিনী চপলা কপোতী, কপোত ঢাকে মেলে পাখা
অভিসারে নিষিক্ত নীড়ে | রোমাঞ্চে কাঁপে তরু শাখা
বিলের উপর ছায় এক মায়াবী কুয়াশা, বিদেহী রূপসী
তার ওড়নায় লুকিয়ে থোপা শালুকে সাজানো আরশি
তুমি যেন কাঁদ, না ককিয়ে, করে আলুনী অশ্রুপাত
নীরবে, শিশিরে ; নিশুতি বিরহে করে মূক প্রতিঘাত

আসক্তির জোয়ার উঠেছে ধমনীতে, তুমি পাশে নেই
কী কাম্য, সকালের প্রতীক্ষা, না, এই নিশির আশনাই ?

আমি থাকি জেগে নিভৃতে, ওই  চিন্তার দোনোমনায়
তুমি নেই, রাত্রির বাহুতে পিষ্ট আমি, একা বিছানায় |

-------------------------------------------------
© ইন্দ্রনীর / ০৩ জুন ২০১৪