কী সুখের অন্বেষণে আমি এত ছন্নছাড়া
কেন এত আত্মমগ্ন, আমি  কেন উদাসী
দশ দিকের বেষ্টনী কেন করে দিশাহারা
নিরুদ্দেশের টানে স্বদেশে লাগি প্রবাসী

জাগ্রত হয়ে, বিহ্বলতায়, মজি একা একা
প্রভাত উদয়ে কেন দেখি দুঃস্বপ্ন নিশির
নেই মরুভূমি তবু চোখ ধাঁধায় মরীচিকা
উত্তপ্ত বালুকায় কেন খুঁজে ফিরি শিশির

কেন সই বিরহ আমি মিলনের বিভবে
কেন এত অনীহা প্রেয়সী রমণী রমণে
সময়ের ভার বইতে প্রণয়ের অভাবে
অসহ্য বিকার যাতনা জ্বলে মনে প্রাণে

উদ্বেল সমুদ্রে আমি ভগ্ন তরণীর নাবিক
বিবর্ণ মানচিত্রে দেখি তোমারই মুখচ্ছবি
অদৃশ্য দিগন্ত ঘনায়, ঘিরে ধরে চারিদিক
লিখনে মোছে না, ছন্নছাড়ার অদৃষ্ট ভবী  ||

------------------------------------

© ইন্দ্রনীর  / ০৫ ফেব্রুয়ারি ২০১৪