রাতের সুলতান, তোর দরবার উচ্ছন্ন-উজাড়
আমীর-ওমরাহ যত উজির-নাজির সব অদৃশ্য, চম্পট
বেওয়াফা নারীরা তোর ভেগে গেছে, বেহায়াসকল
বেপর্দা, ছত্রখান ছত্রখান।
নিশি-সলতনত্ হারালি রে রাতের সুলতান।
হোয়াটস্যাপে আলো দেখে নির্লিপ্ত জোছনার ছুটি
কানপেতে রাখে শুধু চামচিকে-পেঁচারা আর ধড়িবাজ নগরশৃগাল
চলভাষে ভাসে প্রেম, স্বপ্ন বেচে স্বপ্ন-সদাগর।
শিকারাস্ত্র নিলো খোদ শিকারীর প্রাণ।
নিশি-সলতনত্ খুঁজে ফেরে রাতের সুলতান।