এখন ভাবিনা, বন্ধু। এখন ভাবিনা আর।
“হারানো জাহাজ তার বন্দরে ফিরেছে”?
কিবা আসে যায়?
আদার বেপারি আমি, নির্লিপ্ত-নিরস।
কিবা আসে যায়?
জাহাজ-ঘাটায় যাক রথী-মহারথী সব বুরবাক বণিক।
যত চন্দ্র-সদাগর।
হাজার ঝড়ের দিন, আষাঢ়ে বিকেল ফেলে এসে
আমি শুধু মুখ ঢেকে চুপচাপ থাকি
এই টিলার উপরে।
সাড়া নেই, দেখা নেই।
দেখে শুধু মজা পাই হরকত তোমার,
লুকোনো দূরবীণে মাঝেসাঝে।
খোঁজো তুমি! খুঁজে চলো হারানো মাণিক।
জোয়ারের জল সরে গেছে।