শশশ....
কথা নয় জেরেমিয়া
কান পাতো-
ধুপিয়ার জঙ্গল জেগেছে আজ।
ফিসফাস কানাঘুষো
ভেরেন্ডার ঝোপেঝাপে
শাল-শিশু-মহুয়াদঙ্গলে।
বন্দুক ছুঁয়োনা জেরি,
কৃষ্ণাপঞ্চমীর রাতে
শৃগালদেবতা জাগে জঙ্গলপাহাড়ে।
পোড়খাওয়া আদিবৃক্ষ জানে।
জানে ক্রন্দমান পেচকশাবক।
আনুবিস।
শশশ....
কথা নয়
শুধু মন্ত্রপাঠ,
বুকে আঁকো পবিত্র সঙ্কেত।
পারো তো শিকার ধরো,
জীবন্ত শূকর কিছু নীলরক্তবাহী,
বা সোনালী বাইসন;
তবে বুলেটে বিঁধোনা যেন।
কৃষ্ণাপঞ্চমীর শুভ কালোচাঁদরাতে
নৈবেদ্য সাজাবে তাজা জীবন্ত বলিতে।
মৃতেরা অমর হয় খুশি হলে আনুবিস।