এক এক করে দিন যায় চলে-
ভাবি বসে দোলনায়, দুলে দুলে।
মানুষ কি মানুষ , না অন্য কিছু আর!
এই ভেবে ভেবে দিনও যায় চলে,
মানুষ এখন মানুষ নেই আর-
মনুষত্বকে বিকিয়ে দিয়েছে টাকার বিনিময়ে।
মালিকেরা ঠিক শ্রমিকেরা ভুল এই বলে তারা চলে-
পৃথিবীটা গোল, টাকার মত চ্যাপ্টা হয় না কক্ষনো
মনে রেখো ভাই, দিন আসবে তাই-
বসে থাকি চুপচাপ,
শ্রমিক ভাই আছে বলে তাই, মালিকদের চলছে কারখানা;
না থাকলে শ্রমিক ভাই-
মালিক আর মালিক থাকতো না, বুঝতে পারতো তখন তাই-
বুঝতে পারতো কত জ্বালা।
কারখানা তাই খুলে রেখো ভাই, বন্ধ করোনা কখনোই,
এই ছিল আমার প্রাথনা, এই ছিল আমার আশা,
সরকার তুমি ঠিক থেকো, নিন্দুক-রা যতই বলুক ভাসা।