ঘরের কোণে খেলনা গুলো
হাতছানি দেয়,
মুখ ফিরিয়ে যাই চলে,
যায় না তবু কাছে,
পাছে কেউ দেখে নেয়।
আড় চোখে দেখলাম
পুরু ধুলো পড়েছে,
কষ্ট হল,
পারলাম না যেতে,
পাছে কেউ দেখে নেই।
স্বার্থপরের খাতায় নামটা লেখা হল,
পারলো না, বড় হতে,
পারলাম না, ছোটো থাকতে,
পরিচিত, অপরিচিত হয়ে গেলো,
পাছে কেউ দেখে নেই।