তুমি তো কোন ঈশ্বর নও নও কোন দেবী
তবুও কেন আমি তোমার আরাধনায় নিত্য মেতে থাকি।
তুমি তো কোন সমুদ্র নও নও কোন নদী
তবুও কেন তোমার ঠেউয়ে আমি শিউরে উঠি।
জানি, একদিন সব ভালবাসা ফুরিয়ে যাবে
রিক্ত হবে সব প্রেম,শুকিয়ে যাবে সব নদী
তবুও কেন তোমার জন্য আমি রাত জেগে থাকি।
তুমি তো নক্ষত্র নও নও কোন ধ্রুব তারা
তবুও কেন যায় না তোমায় ধরা।
কই কখনও তো তুমি আমায় ভালবাসো নি
তবুও কেন কেটে যায় আমার লক্ষ দিবস রজনী।
তুমি তো কোন মেঘ নও নও কোন বৃষ্টি
তবুও কেন আমি তোমার শ্রাবণে ভিজতে থাকি।
তুমি তো কোন রাতের নও জোনাকি
তবুও কেন আমি তোমার আলোয় জ্বলতে থাকি।
তুমি তো কোন আকাশ নও নও কোন গগনচুম্বী
তবুও কেন আমি তোমায় ছুঁতে পাই নি।
জানি, একদিন এই মহা বিশ্বের সব নক্ষত্র বিলীন হবে
ধুলিসাৎ হবে সব সভ্যতা,অস্তিত্বের সন্নিকটে মলিন হবে পৃথিবীর সমস্ত প্রেমিক যুগল
তবুও কেন আমি দিগন্ত রেখায় তোমার প্রতিক্ষায় থাকি।