তোমার শরীরের উষ্ণতা যেন সিগারেটের শেষ নিকোটিন
মহাবিশ্বে মিশে যায় জরায়ুর উষ্ণ অভ্যর্থনা !
জানি,তোমার অভিমুখ মৃত্যুর অভিসার।
আমার অশ্রুর আমি কতটুকু, আমার দুঃখের আমি কতটুকু?
তবুও কেন এত ভালবাসি, কেন এত স্মৃতি বিলাস!
প্রিয়ে, তুমি কুণ্ডলী পাকানো সিগারেটের শেষ ধোঁয়া!
এই বুঝি ছেড়ে দি চিরতরে, এই যেন শেষ টান!
শরীরের যুদ্ধ থেকে ফিরে যাই শরীরের কাছে।
ভুল স্বপ্ন,শিশিরে ধুয়েছো বুক,কোমল জোৎস্নার মতো যোনী।
সব মিথ্যে,মিথ্যে যতসব স্বপ্ন!
ছাই হয়ে পড়ে থাকে এ্যাশ ট্রেতে।
তুমি সিগারেটের বিষাক্ত নিকোটিন, জ্বলন্ত মৃত্যুর ভস্মীভূত ছাই!
হেরে যাওয়া কিংবা মন খারাপ জমে থাকে এ্যাশ ট্রেতে।
তুমি নদীর গর্ভের মতো, গভীর, শান্ত দেবদূতী কিংবা জ্বলন্ত মৃত্যু।
প্রখর উত্তাপে জ্বলে যায় আদিম অবলীলায়।
পুরাতন যত স্মৃতি,এক সাথে পথ চলা কিছু স্নিগ্ধ মুহূর্ত।
আজ নেই এক সাথে! ছিলেম কি কখনও কেউ কারোর?
তুমি সিগারেটের শেষ নিকোটিন,রক্তাত্ব মার্ক্স কিংবা লেনিন।
তোমার প্রতিটি টানে ছুঁয়ে আসি গ্যালাক্সি ঘেরা ছায়াপথ।
রাতের রাজপথে সোডিয়ামের লাইটে
রক্তের অশ্বক্ষুরে কিংবা ঊরুর চিৎকারে নয়!
মুক্তি দিলেম তোমায় ধোঁয়াটে এ্যাশ ট্রেতে!
এ শহর আমায় অনেক দিয়েছে।
দেয়নি শুধু ভালবাসা।