তুমি কান পেতে শোন নি
যে কথা তোমায় বলা হয়ে উঠেনি।
তৃতীয় প্রহরের সেই ৯ই ডিসেম্বর
সহ্রস চোখের ভীড়,
আর সেই মায়াবী চোখ
সময় আর মুহূর্ত যায়,
স্নিগ্ধ রাত যেন শবরীর মত
অনাবিল অবহেলায়!

কিশোরী,
তুমি কান পেতে শোন নি
যে কথা তোমায় বলা হয়ে উঠেনি।
তুমি,প্রাচুর্যের মাঝে বেড়ে ওঠা
শহুরে বালিকা তোমাকে
চিনতে চিনতে আমি নিঃশ্বেষ হয়ে গেছি!
তুমি চেনা হও!
আলো আঁধারে তুমি বড্ডো অচেনা।

তুমি কান পেতে শোন নি
যে কথা তোমায় বলা হয় নি।
আমার শতাব্দী সমান দিন যায় রাত যায়
যায় আরও ৩২৮০ টি প্রহর ।
তুমি চেনা হও!

বালিকা,
তুমি চেনা হও!
এখনও এই পৃথিবীর বুকে কবি আছে ।
আছে এখনও প্রেমিক
হে নারী তুমি চেনা হও।