রাস্তার ফুটপাতে শহরের প্রতিটি মিনারে মিনারে
আমি খুঁজেছি তোকে!
বিশ্ববিদ্যালযের ক্যাম্পাসে, কলেজ স্ট্রিটে
নন্দনে ময়দানে মেলেনি তোর দেখা।
তুই তো এখন লালবাতির শহর।
শিউড়ে এখনও ঘন মেঘ
তুই বরং শরতের বৃষ্টি হয়ে নামিস।
বরফের মত জমাট বেঁধেছে শিরা উপশিরা
স্থির সময়ের মাঝে তোর আক্ষেপ হোক
অবসাদের সমস্ত শিরোনামে।
তোর সাথে শেষ কথা হোক নিরুত্তর অভিমানে।
তোর ঠোঁটে এখন সায়ানাইড।
শিউড়ে পলোনিয়াম আর হেমলক।
তুই বরং মিথ্যে উপমা হোস।
তোকে পাওয়ার তীব্র দৈনতা ক্ষয়েছে।
ফুরিয়ে আদিম জৈবিক প্রবণ।
কোলাহল শহর এখন
আমার একাকিত্বের প্রসহন।
ভীড় জমা গলি আর ধোঁয়ায় ঢাকা শহর
কথা ছিলো পায়ে হেঁটে পেরিয়ে যাবো পথ।
ব্যস্ত শহরে তুই এখন রাস্তার মোড়
ট্রাফিক জ্যামে লালবাতি টা তোর।
তুই তো এখন লালবাতির শহর!
শিউড়ে এখন ঘন মেঘ
তুই বরং শরতের বৃষ্টি হয়ে নামিস।