তোমাতে শেষ নয়, প্রিয়ে
এখনও এক জীবন বাকি!
তবুও যদি অনুরাগের ছোঁয়ায় ভিজে যাই
ফিরিয়ে দিও অপ্রত্যাশিত শ্রাবণে।
প্রিয়ে, তুমি তো আমার অসমাপ্ত
উপন্যাসের সমাপ্ত বিনির্মাণ।
তোমাতে শেষ নয়, প্রিয়ে
এখনও প্রেমে পড়া বাকি!
তবুও যদি পাহাড় নেমে আসে,
বিনিদ্র নিশিতে যদি জেগে ওঠে ভোর,
ঘাস শালিকের কলরবে ঘুম ভাঙ্গে
ভাঙ্গুক, মুখ ফিরিয়ে নিও।
তোমাতে শেষ নয়, প্রিয়ে
এখনও দূর বহুদূর চলা বাকি।
কিছু কথা বলার, কিছু অভিমান,
কিছু স্বপ্ন দেখার এখনও বাকি।
তোমাতে শেষ নয়, প্রিয়ে
এখনও নক্ষত্রের রাতে চাঁদের সঙ্গ পাওয়া,
নিস্তব্ধতা ঘেরা শহরে তোমাকে খোঁজা!
এখনও ভালোবাসার গন্ধ মেখে,
ভালোবাসায় মরে যাওয়ার রয়েছে যে বাকি।
তোমাতে শেষ নয়, প্রিয়ে..