“তোমার প্রতিমূর্তি”          

তিলোত্তমা নগরী কলকাতার ভীড়ে
আজ তোমাকে নতুন করে দেখলাম।
কিছুটা ইতস্তত করে যেই তোমাকে কিছু বলবো
ওমনি বলা তো হলোই না ;
বরঞ্চ কিছুক্ষণ পর মনে হল
এ তো তুমি নও!
অথচ সেই চোখ, যে চোখে আমি আকাশ দেখতাম!
সেই ঠোঁট, সেই অধর, সেই বক্ষাধার,
যেখানে বুনেছি স্বপ্ন শত সহস্র বার।
হটাৎ হারিয়ে গিয়েছিলাম সেই
অতীতের ভিড়ে!
মনে হল যেন তুমি তাকিয়ে আছো
ঠিক যেমনটা আগেও তাকিয়ে থাকতে।
আজ আবার পিছিয়ে এলাম বছর পাঁচেক ফিরে
দেখলাম দু নয়ন ভরে
ঠিক যেমনটা তোমায় দেখতাম।
‘এই তুমি’ যেন তোমারিই প্রতিমূর্তি
এ যেন এক নতুন তুমি ।
প্রেমিকা তো ছিলে না কখনও
তবুও কি তুমি প্রাক্তন?
তবে কেন হঠাৎ করে উদয় হলে মনের ঘরে,
নাকি?
প্রবাহিত জনস্রোত আর ব্যস্ততার ভীড়ে
আমারই মন ভ্রম?
নাকি, তোমারি অবহেলা?