অনেক কথা বলবার আছে আমার।
তবে আমি আমার ভাই “আবু সাইদের”কথা বলবো!
যার উদ্যত বুকে লেগেছে রক্ত চাক্ষুষ শাসকের বুলেট
যার দীপ্ত কন্ঠে উচ্চারিত হতো “অধিকার”
মাথা নোয়াইনি বুক পেতে দিয়েছে দুহাত তুলে।
আবু সাইদ!
যদি নেমে আসে রাজপথে রক্ত চাক্ষুষ মৃত্যু ভয়
জেনে রেখো বিজয় তোমার নিশ্চয়।
তুমি বাহান্ন,তুমি ঊনসত্তর,তুমি একাত্তর
তুমি ছিয়াশি,তুমি শাহাবাগ,তুমি শাপলা-চত্তর।

অনেক কথা বলবার আছে আমার।
তবে আমি আমার অধিকারের কথা বলবো
রাজপথ মিছিলে,স্লোগানে
নাঁচে রে আজ রক্ত মৃত্যুর আহ্বানে।
আমরা চেয়েছি শুধুই “অধিকার”
শাসক বললে ‘রাজাকার’।

অনেক কথা বলবার আছে আমার।
তবে আমি আমার বোনের কথা বলবো...
যে রাজপথে মিছিলে যাওয়ার আগে বাবাকে বলেছিলো
“আমি যদি মরে যাই,বিজয় না হওয়া পর্যন্ত আমার লাশ
যেন দাফন না করা হয়”।

জেনো ভাই,ওয়াসিম,ফয়সাল,শান্ত,শাহজান,সবুজ, দীপ্ত।
আজ রাজপথে যতই বুলেট ঝরুক
যতই বাংলার তাজা রক্ত ঝরুক।
বাতাসে আজ যতই লাশের গন্ধ থাকুক।
মনে রেখো,প্রতিটি লাশ জবানবন্দি দেবে।

শাসক তুমি যতই ছাত্র মারো,মানুষ মারো
বাঙ্গালী মারো
দুষ্কৃতি মারো, গেরিলা মারো, জামাত মারো,
শিবির মারো
মনে রেখো বাংলার ছাত্র মরেছে,বাংলার মানুষ মরেছে।
শাসক তুমি যতই হও মুসোলিনি হিটলার
জেনে রেখো ইতিহাস .....
তোমায় ধিক্কার ধিক্কার .....