অনেক দিন আমাদের প্রেম হয় না।
এই দেখো না! দুর্ভিক্ষের এই দেশে
আমার দুচোখ শুধু তোমারই খোঁজে!
আমি দুর্ভিক্ষ বুঝি না, না বুঝি মন্বন্তর
না বুঝি মহামারি,না বুঝি অকাল
আমি উদ্মাদ,শুধু তোমাতেই মরি!

তোমার ঠোঁটের মত অমন নিখুঁত উষ্ণতা
হিম শীতের দেশে গেলে ঢের টের পাওয়া যায়।

অনেক দিন তোমার দেখা নেই,
রাতের আকাশে কোন নক্ষত্র নেই,
চোখের কোনে লেপ্টে থাকা কোন দীর্ঘ রাত নেই,
আগের মত তোমার মুখে হাসি নেই।
আমার বুঝি আফসোস হয় না?

অনেক দিন আমাদের প্রেম হয় না।
এই দেখো না!কুটনীতির দোলাচল আর শাসকের ষড়যন্ত্রে,
আজ দেশ জুড়ে শুধু হাহাকার
অথচ উদ্মাদ আমি তোমার চোখে আমার অস্তিত্ব খুঁজি।

অনেক দিন আমাদের প্রেম হয় না।
এই দেখো। রিমঝিম বৃষ্টি রাতে কোন প্রেম নেই,
বুকের আস্টেপিষ্টে জড়িয়ে থাকার প্রবল ইচ্ছে নেই,
অথচ বৃষ্টির শব্দ,ঘুম কেড়ে নেয় আজকাল
অনুভবে মিশে থাকো,মনের খুব কাছাকাছি।
নির্জন নীরবতায় কাছে এসে ছুঁয়ে যায় তোমার ঠোঁট।