কৃষ্ণগহ্বর

তুমি তো কৃষ্ণগহ্বর !
আমি মহাবিশ্বের ক্ষুদ্র
এক রিক্ত প্রাণ !
তোমার দ্বারে
কত অজানা মহাবিশ্ব ভর করে!
তোমার হৃদয় জুড়ে
কতশত দ্বন্দ্ব ঘোরে ফেরে!
তুমি রহস্যময়ী মরুদ্যান !
তোমার সারা শরীর জুড়ে!
শুধু বৈপরীত্যের অভিমান!