চড়ুই পাখিরা কি জানে?
জানে?কি বাবুই পাখিরা
বালিকা তোমার ঠোঁট ছুঁলেই আমার মৃত্যু।
বৃষ্টিস্নাত তোমার শব্দকোষেরা
যখন গন্ধমাখে নির্জন ঝরণায়।
তখন,তুমি ব্যস্ত অথবা একা
তবু ও তোমার দীর্ঘশ্বাস।
একাকী এক অসহায় প্রাণ।
চড়ুই পাখিরা কি জানে?
আমি কার অপেক্ষায়
আজও সারা প্রহর গুনি!
হয়তো,দোয়েল কোয়েল কিংবা প্রজাপতিরা জানে!
আজ কার ঠোঁটে গন্ধমাদন।
তুমি একা অথবা ব্যস্ত
তবুও তোমার অন্তরাল
পূর্ণতার হাহাকার।