অকারণ-অজুহাতে তোমার হতে চাইলাম!
তুমি এড়িয়ে গেলে।
অনুভূতির চাদরে তোমাকে নিয়ে স্বপ্নজ্বাল বুঝলাম।
তুমি সুতো হলে না।
আজকাল কেমন যেন হয়েগেছি!
আমার শহরে,ট্রামে তোমার নামে মিছিল হয়!
নিজেকে বুঝতেই পারলাম না
অথচ আমার প্রতিটি প্রহরে তুমি আর তুমি হলে।
রাজপথের মোড়ে তুমি ফিরে দেখলে না।

তোমার খুব কাছাকাছি যেতে চাইলাম।
যতটা গেলে দুরে যাওয়ার পূর্বে চোখের কোনে জল জমে!
তুমি আদ্যিখেতা ভেবে  বুঝতে চাইলে না।
তোমাকে একটা পুরো আকাশ দিতে চাইলাম!
তুমি ফিরিয়ে দিলে.....
তুমি বিশালত্ব মাপলে না।

তোমাকে একটা শিশির ভেঁজা ভোর দিলাম!
দিলাম কিছু  শুকতারা!
তুমি তখনও ঘুমে আছন্ন
তুমি চোখ মেলালে না।
তোমাকে এক সমুদ্র দিলাম,
দিলাম তোমায় গোধূলি!
তুমি  অন্তিম ভেবে মুখ ফিরিয়ে নিলে।
ভবিষৎ ভাবলে না।

তোমাকে একটা গোটা শ্রাবণ দিলাম!
দিলেম তোমায় রংধনু রঙ্গা সাত রং
তুমি জ্বরের ভয়ে দুরত্ব বাড়ালে।
তুমি বৃষ্টিতে ভিজঁলে না।
তোমাকে গোটা আমিটাকে দিলাম!
দিলেম  সবটুকুই ইচ্ছে যতটা পেলে তুমি পুরোটা স্বাধীন
তুমি রংয়ের মাপকাঠি না বুঝে ছুঁড়ে দিলে।
তুমি আমার হলে না!!