আজকাল মুঠোফোন শান্ত।
প্রতিশ্রুতির বিছানায়
নির্ঘুম রাত কাটে ফোনের পাহারায়!
ভালবাসার এই স্নিগ্ধ শহরে
আমি আজ বেবাক বাকরুদ্ধ।
কোন কবিতা নেই,ছন্দ নেই,প্রেম নেই,তুমি নেই
এমন কি ফেসবুক নেই,হোয়াটআ্যাপ নেই, ইনিস্টা নেই
সংবাদ পত্রের কোন শিরোনাম নেই
খবরের কাগজে কোন বিজ্ঞাপন নেই।
আজকাল মুঠোফোন শান্ত।
দিন শেষে তুমি ভীষণ দুরের মানুষ
যদিও জানানোর কোন নিয়ম নেই।
তবুও রাতের আকাশে ভালবাসার বৃষ্টি নামুক।
রাজপথের মিছিলে ও প্রেম হোক
তুমি না হয় সেজো ব্যারিকেট আমি বিদ্রোহ।
তোমাকে গোলাপ দেওয়া নিষিদ্ধ হলে
রাজ পথে নেমে আসুক বিদ্রোহ
নিয়ম ভাঙ্গার স্লোগানে স্লোগানে
জানিয়ে দেবো প্রেম ‘ভালবাসি’।
তোমাকে ভালবাসতে নিষিদ্ধ হলে
পৃথিবীতে তোমার আমার প্রেম ছাড়া
আর কোন বিশ্বযুদ্ধ নেই।