তুমি নেই বলে এখন সন্ধ্যা-আলো খুব তাড়াতাড়ি
নেমে আসে চরাচর জুড়ে,
ঘরে ফেরা সাদা এক ঝাক বকের ডানায় ভর করে
ভিজিয়ে দিয়ে যায় সবুজ ঘাসেদের মুখ মুক্তার মত শিশিরের বিন্দু ।
তুমি নেই বলে আমার কৈশোরের কুশিয়ারা
কেমন নিঃশব্দে জানান দেয় -- ও আজ যুবতী হয়েছে ।
ওর ভরা বুকে হংস-মিথুন --
আমার হাজার বছরের ভালবাসার কথা মনে পড়ে ।
তুমি নেই বলে জয়ন্তিয়া পাহাড়ের বুক চিরে
এখন ভোরের আলো খুব তাড়াতাড়ি চলে আসে
আমার বিছানায় ---
আজ কানে আসে শুধু কুশিয়ারার ছলাত শব্দের আর্তনাদ ।
--- বিভূতিভূষণ গোস্বামী