প্রভাকরণ যখন মারা গেলেন,
আমরা হাততালি দিলাম।
লাদেনের মৃত্যুতে মানবতার জয় হলো।
আর আমরা ইতিহাসকে কাঠপেন্সিল দিয়ে লিখি,
সময় বদলালেই
ইতিহাসের
গায়ে ইরেজার চলে,
কিন্তু ঘষতে ঘষতে
একসময় পুরো ইতিহাস
ক্ষয়ে গেলো,
এখন একটি মহাজাগতিক
ছিদ্র ইতিহাসের বুকে।
এখন
এটা বায়োস্কোপের মত
হয়ে গেছে,
ছিদ্র পথে জনগণ তাকায়,
রাজা পাল্টে যায়,
রাজপ্রাসাদ পাল্টে যায়,
রাণী,পাটরাণী,
রাজপুত্র পাল্টে যায়,
শুধু দর্শকগুলো পাল্টায় না।
টিভির স্ক্রলে ভেসে উঠে মৃত্যুর খবর,
আমরা হাততালি দিয়ে উঠি,
আমরা যে মারা গেছি,
সেটা কখনো খবর হয়না।
ইতিহাস নাকি তার ইতিহাসের পুনরাব্ত্তি ঘটায়,
বায়োস্কোপে চলবে উল্টো ছবি, উল্টো কথা।
বেঁচে থাকাটা এখানে প্রধাণ বিষয়,
দৈহিক আকার দখল করবে এই মহাবিশ্বের একটি অংশ,
কিংবা ফুসফুসে ঢুকে পড়বে কিছু ফেরারী বাতাস।
তখন যদি বলি বেঁচে আছি,
অন্যায় হবে না তো?