অধিকার আদায়ের দাবি ভেসে যায় অন্যায়ের স্রোতে,
নপুংসক বসে থাকে মুখ গুঁজে বইয়ের সমুদ্রতে!
নিজের স্বার্থের পেছনে ঘুর্ণ্যমান যাদের জীবন,
বলয়িত, কুন্ডলিত কুকুরের লেজের মতো —
কি বা যায় আসে,
যদি জননীর সম্ভ্রমহানিতে অথবা নির্জিত হয়ে নিষ্প্রাণ জীবনে
কভু না আসে প্রতিবাদের দীপ্র বোধ!
আমাদের চারপাশে মগজ পোড়ার তীব্র গন্ধে গন্ধে
ভেসে আসে কুকুরের কর্কশ আওয়াজের মতো
একটি বিশেষ শ্রেণির নিস্তেজ উপস্থিতি।
নৈতিক দায় যাদের বোধকে কখনো করেনি
বাতাসে কম্পিত মোমের আলোর মতো টালমাটাল,
কাছের মানুষের রক্ত,ঘামে ভেজা সংগ্রামী শার্ট —
কখনো কি বিবেকের দ্বারে তার হানতে পারে আঘাত?
থাক তারা পড়ে থাক ইতিহাসের অজ্ঞাত আস্তাকুঁড়ে,
পায়ে রেখে পা চলো আমরা বন্ধু এগিয়ে যায় মুক্তির দ্বারে।