এই মেঘাচ্ছন্ন বিষম সন্ধ্যায় নির্মেঘ মনে
গ্রীষ্মের দাবদাহ বয়ে যায় অতি সঙ্গোপনে
মেঘের মন্দ্রে মানস সূর্যের রশ্নি সন্তর্পণে —
উষ্ণ করে তোলে কোন গোপন ধ্যানী সন্তে!  

ক্ষণে ক্ষণে কাঁপে ঘননীল ফেনিল সংশয়
সন্ধার সন্ধিক্ষণে দেউটি  নিভে বুঝি যায়।  
সাগরের বুকে চন্দ্রস্নাত রাত গভীর নির্জনে
ভেসে ভেসে চলে যায় কত  নিবির কম্পনে
স্পর্শাতীত স্পর্শ কোথায় ছুঁয়ে ছুঁয়ে যায়
পদ্মের পাপড়িতে হাওয়া যেন উতলায়।

সমীর বয়ে যায় হলুদ বিকেলের অধর ছুঁয়ে
কোকিলের কুহু ধ্বনি চেতনায় সাঁতরায়ে —
হেসে যায় ভেসে যায় অলোক পলকের দেশে
সমস্ত আকাশ মগ্ন করে সন্ধ্যা নামে শেষে।




ভুল-ত্রুটি মার্জনীয়।