বিশ্বাস করুন-আমি কোনো প্রেমিক নই,
একবার কারো কালো নদী চুল জেনে ভেবেছিলাম-
ভেবেছিলাম প্রেমিক হবো
চুল নদীতে হাত নৌকা আলতো ঢেউ তুলবো!
না,আমি প্রেমিক তো নই
শুধু একবার-শুধু একবার...
চাহনি তার বানের পানি
বুকে এসে পড়ে
শুষ্ক হৃদয় আমার প্রেমের বানে ভাসে-
এই শুনে আমায় প্রেমিক ভাব্বেন না!
মৃদু সমীরণে যার গান শুনি,
আকাশের নীলে যার কায়া ঢুনি-
যার হাঁসি রাত জাগা বাঁশি
কল্লোল হয়ে ছড়ায় পরিমল।
কভু যদি তার দেখা পাই,
তখন-তখন আমি প্রেমিক হবো!
তৃণ ন্যায় সজীব হাতে-
একগুচ্ছ কচুরিফুল দিয়ে ভালোবাসা জানাবো!
হ্যা,তখন হয়তো প্রেমিক হবো।
তবে বিশ্বাস করুন -
আমি কোনো প্রেমিক নই।
দেয়া নেয়ার শহরে
প্রেমিক হতে লাগে ভাই খুব ভয়
যদি কভু হেরে যাই!
চেয়ে দেখি রাস্তায়-সস্তায়
প্রেম বিলায়।
শহর জুড়ে যত পার্ক -
যত বঞ্চিত শিশুর হাতে গাঁথা ফুল মালা-
মালা শুঁকায় ঝরে যায়-
লেনা-দেনার গল্প হারায়
তাই প্রেমিক হতে লাগে ভয়!
শুধু ভালোবাসতে চাই-
শুধু ভালোবাসতে চাই!