বহুদূর বহুদূর
যেখানে গোধূলি শেষ-
যেখানে দিন করে সাজ রাত
যেখানে যায় চোখ
যেখানে নীড়ে - ফেরে পাখি
যেখানে ডাকে ঝিঝি।
যেখানে আছে জোনাক
যেখানে রাত নামে,নদীর 'পড়ে চাঁদ
যেখানে সবাই একা ;
যেখানে কেউ নয় কারো।
যেখানে সুখ-দুখ নেই চলাচল
যেখানে বিজিত হাহাকার ।