মহাকাশ শূন্যতায়

কোন অসীম নীরবতায়

ধেয়ে আসা ধূমকেতু-উল্কায়

লেখা তোমারি নাম হে প্রিয়,

শত ছায়াপথ হেটে খুঁজে- ফিরেছি তোমায়।

মহাকাশ শূন্যতায়-

তুমি নূপুর-শব্দ নৃত্য

তুমি নীরব শান্ত

তুমি সমুদয় সৌন্দর্য

যা কিছু উত্তম তাই তুমি।

ধর, আমি তর্ক-বিতর্ক-

আমি দিক ভোলা উন্মাদ-খ্যাপা-মন্দ।