সুখ
মেঘের ভিতর থেকে ছুটির দুপুরে
এই ছাদ টপকে ওই ছাদে
কপাল জুড়ে -
ছবি আঁকে
ঘর ভাসিয়ে
বৃষ্টি ঝরে
মাঠ ছাড়িয়ে
ছাদে -
ঘরে-
সুখ
আঙুল থেকে
আঙুল ছুঁয়ে
ইচ্ছে বাসা খুঁজতে বেরোয়
অসময়ে,
নিয়মমতো নিয়মভাঙ্গায়
জায়গা বানায়
বুকের খাঁচায়-
বাহিরে -
ভিতরে।
সুখ
স্বপ্ন জুড়ে
কবিতা পড়ে।
গলা খাকারি শেষ লাইনে
সুখ তুমি বেশী দিও না
তেষ্টাটুকু যাবে মরে
সমুদ্রে নাহয় আবার যাবো
একসঙ্গে
একটি ঘরে।