শুভ দীপাবলী জীবন-রূপ
শুভ আলোকিত সন্ধ্যা
ফুলঝুড়ির ঝিলমিল
ছাতিম সুগন্ধ মাখা শিশিরের ফোঁটা।
শুভ স্মৃতিগন্ধ মাখা ছাদ
প্রদীপের বুকে ধরা উত্তাপ
আকাশের বুকে অমাবস্যায়
মনের গভীরে জন্মানো চাঁদ।
শুভ অশুভ-নিশুভ আড়াল
ধুপ-ধুনো, পুজো গন্ধ
ধান দূর্বা, আশীর্বাদে
মৃন্ময়ী প্রাণে জীবন্ত।
শুভ পাপ পুন্য নিয়ম নিষ্ঠা
অনাহার, অবিচার, মৃতবৎ ভরসা
শুভ জয় জয় রাজনীতি
শুভ ক্ষমতার প্রতিষ্ঠা।
শুভ থীম পুজো স্পন্সরশিপ
নাচ গান প্রোগ্রাম,
শুভ আতসবাজিতে ওড়া টাকা
ভীড়জোড়া মদের দোকান।
শুভ খিঁচুড়ি-ভোগে পাওয়া পুন্য
দাদা যদি চাঁদা টা বাড়ান-
শুভ ভাঙা ব্রীজ জুড়ে জমে থাক
চাপা পড়া গাড়িদের মান।
শুভ আরো এক কোটি মানুষের হোক
যারা প্রতিবার ভোট দিতে যান।
ফল সরাসরি পেতে
ক্যাপ-ফাটা বন্দুক
শুভ দাদাগিরি বলে
বাকিদের চমকান।