পা ঝুলিয়ে বসেছো নদীর পাড়ে
সেই আমার শেষ স্মৃতি
তোমায় ঘিরে-
তারপর আমি ঘরছাড়া
ঘরছাড়া ঘর বেঁধে
ঘরছাড়া মন ছেড়ে
পা ঝুলিয়ে বসেছো নদীর পাড়ে
সেই আমার প্রথম প্রেম
কৈশোর কার্নিশ ধরে
তারপর ট্রাফিকের ভিড়
দশটা পাচঁটার জীবনের আলপথ
স্বপ্ন ভাঙে এলার্মের টিকটিক ধরে
পা ঝুলিয়ে বসেছো নদীর পাড়ে
সেই সে রাত্রে ঘুমিয়েছি
তারপর আর জাগতে পারিনি ভালো করে
হাতড়ে হাতড়ে পথ চলি বিনা অবসরে
তাও যেন চুরি, তাও যেন কেঁপে উঠি
প্রতিটি ঘুমের ঘরে ।