প্রতিদিন বলে যাই
কাল আসবো
তুমি এমনি হাসো
যেন আজন্মকালীন মিথ্যা বলে আসছি
সকাল, দ্বিপ্রহর...
প্রতিদিন প্রশ্ন করতে যাই কেন এমন?
আর মাঝখান দিয়ে চলে আসে কলকাতার রোজনামচা
ওপার থেকে এপারের দৃশ্য পট হারিয়ে ফেলি
আর প্রতিদিন একসময় সন্ধ্যায় ঢেকে যাই
প্রতিদিনের বুকে একদিনের ইচ্ছা-পাতা বিছিয়ে রাখি
আর প্রতিদিন ভাবি একটা এমন দিন
যেদিন রাস্তা পার করে ভেপার লাইটে কলকাতার ভিড় ঠেলে যেতে হবে না
প্রতিদিন ভাবি এমন একটা দিন
যেদিন ফিরে আসার পথে তোমার ঠোঁটে অমন একটা হাসি লেগে থাকবে না
প্রতিদিন আমি ভাবি
প্রতিদিন তোমার কাছ থেকে ফিরে আসি
আর পরদিন আবার আসবার কথা বলি
কারণ
অঙ্গীকারবদ্ধ হতে ভালোবাসি।