নাম ?
কবিতা
বাস ?
পাইওনিয়ার কোম্পানির খাতা।
রূপ?
যেমন রং তুলি।
কথা ?
ভাবনার জাল-
একসাথে রূপকথা।
চোখে জল কেন?
বৃষ্টিপাত।
কোথাও জমে থাকা জল
কোথাও কাদা
এর মধ্যে দিয়ে রোজ
নিত্যযাত্রী
শাড়িটা ঈষৎ উঁচু
আঁচল কোমড়ে বাধা
সময়?
যুগ যুগান্ত ধরে
চলেছে পথ পার করে
একলা পৃথিবী
দেখোনি?
মেঘে ঢাকা তারা?