রাত হয়েছে অনেক-
খাবার রয়েছে ঢাকা,
সময়ে ওষুধ নিও
বেশী রাত জেগো না আজকে একা।
যতবার ছেড়ে গেছো দুদিন ক'দিন
এই এক চিরকুট
এই এক ছন্দময় ছাপে
আমার সময় ঘড়ি
গিয়েছে আপনা হতে বেঁধে।
ফিরে এসে হাত নেড়ে
চুড়ি,বালা ছন্ ছন্ -
আবার তুলেছ মাথায়
আমার অগোছালো জীবন ।
আমিও বুনোলতার মতো
ভেসে চলেছিলাম দুর্বার
জীবনের দায় যেন
কিছু নেই বইবার।
একদিন চিরকুট ভুলে
হাঁটলে অন্যমনে
কোনো কথা না বলে
নিভৃতে গোপনে।
সেই থেকে আমিও তোমার মতো
চিরকুট লিখে লিখে বলে যাই কথা
যা কখনো বলবো ভাবিনি
অবান্তর অর্থহীন
সেসব ও রয়েছে লেখা।
পড়েছো কি একটাও
মেনেছো কি মনে?
আমি বসে আছি
অপেক্ষার অন্তহীনে।