বহুদূর থেকে ভেসে আসা আলো
আর কিছু আবছা শব্দ
আরো বহুদূর থেকে টেনে আনে
আমার অন্য জন্ম
আমি বিদ্যুৎপৃষ্ট পাখির মতো
ইলেকট্রিক তারে ঝুলি।
আমার ভিটেতে ঘুঘু চড়েছে
আমার ঘরেতে উইয়ের দেওয়াল
যেন ভাসছি হাওয়ায়
আমি শূন্য আমি
যেন ঠেলছে বাতাস ভ্রষ্ট-মাতাল।
আমি ছন্দ নিয়ে খেলা করিনি বিগত জন্মে
আমি পয়ার, লাচাড়ি, ধামাল পড়িনি
দিব্যি কেটে বলতে পারি
কবিতা আমার বাবাও লেখেনি।
এই যে আজকে পড়েছি থুবড়ে
সে-কথা বলে ফিরতে আসিনি,
দেখতে চেয়েছি জন্ম চিরে
নিজেকে কেন ভালো-
-বাসতে পারিনি।