একদিন আমি চুপ হয়ে যাবো, শর্মীলা দি ।
কিছু মানুষ কাঁদবে বাড়ির উঠান জুড়ে ।
আমায় তুমি প্রশ্ন করবে সেদিন-
“কে নিয়েছে তোর মুখের ভাষা কেড়ে?” ।

এলোমেলো ভাবনাগুলো ঘুরবে তোমার মাথায় ।
পাড়ার লোকে আমায় নিয়ে বলবে কত কি!
তাতে কি আর এমন ক্ষতি আমার !
শর্মীলা দি, আমি যে চুপটি করে আছি ।

অজানা কষ্টগুলো মেঘের ভেলায় ভেসে
অঝর ধারায় ঝরবে, সন্ধ্যে বেলার সাঁঝে ।
গীতা’র এই কথাগুলো তুমিই শুধু জানবে ।
শর্মীলা দি, এবার তুমিও চুপটি করেই রইবে !
---------------------------------------
গীতা’র লেখা শেষ চিঠি তে
দু’ফোটা জল গড়িয়েছিল,
ভাইয়ের শঙ্কায় শর্মীলা দি
চুপটি করেই রইল ।।