কিছু সম্পর্কে আবেগ থাকে,
থাকে মায়া, যন্ত্রণা উপেক্ষায় ।
তবুও জোর খাটেনা বলার মতো,
প্রকাশ পায় না অবহেলায় ।
কারণ- সে সম্পর্কের কোন নাম থাকেনা ।

ঠিক ঝর্ণার মতো- কিছু সময় প্রবল ধারা
শব্দ মালার ফুল ঝুড়িতে; কথা ফুরাইলে
হাওয়া হয়ে যায় ।তারপর, দিন থেকে মাস
কোন খবর থাকবেনা ।
তবুও জোর খাটেনা বলার মতো,
খোঁজ নেওয়া হয়না অপরাগতায় ।
কারণ- সে সম্পর্কের কোন নাম থাকেনা ।

এরপর ঠিক হঠাৎ করেই উদয় হবে
শীত কালের বৃষ্টির মতো ।
আবেগ, উৎকণ্ঠা বাড়িয়ে দিবে
তবে বুঝতে দিবে না ।
কারণ- সে সম্পর্কের কোন নাম থাকেনা ।
....