এখন আমি চলছি একা,
নিজের মতো করে ।
এখন আমায় ডাকে না কেউ
প্লেটে ভাত বেড়ে,
বলে না কেউ আয়রে দাদা
ভাত খেয়ে যা ।
কষ্টগুলো রয়ে গেছে
শুকিয়ে গেছে ঘা ।
এখন আমি ভাবি শুধু
অতীত গুলো নিয়ে,
কেমন করে সময় গুলো
গেল ফুরিয়ে !!
বলে না কেউ দাদা তুমি
মন দিয়া পড়,
তোমাকে যে হতে হবে
মানুষ মস্ত বড় ।
এখন আর বলে না কেউ
ঠাকুরমা ঝুলি ।
বেশি বেশি মনে পরে দিদি,
তোদের কথাগুলো ।
খেলতে গেলে এখন কেউ
আর দেয় না উপদেশ,
পড়ার জন্য মারে না কেউ
করে না কোনো আদেশ ।
এখন আমি ভাবি শুধু
অতীত গুলো নিয়ে,
কেমন করে সময় গুলো
গেল ফুরিয়ে !!
এখন আমি চলছি একা
নিজের মতো করে
বোকা বলে ডাকে না কেউ আর
আমায় আদর করে ।
যে যার মতো ব্যস্ত এখন
তাদের জীবন নিয়ে ।
আমি শুধু চলছি একা
স্মৃতি গুলো জড়ায়ে ।
------ ------ ------
মোবারক হোসেন
____ ১৮-০২-১৪____