তুমি একবার আসবে  কি দেখতে
আমার জন্মভূমি। সারাদিন খেতে
কৃষক কাজ করে. অথচ কি শান্তি
তার মন জুড়ে। দূর হয় সব ক্লান্তি
গাছের ছায়ায় বসে।  শুধু কি তাই?
মন মাতানো সুর বেজে ওঠে রাখালের বীনায়।
ফুলগুলো যেন হাসে অনবরত। আর
এ ফুল থেকে ও ফুলে উড়ে যায় মধুকর।
আসবে কি? যদি আসো তবে
কর্ণে তোমার বাজিবে গান পাখির কলরবে।
দেখবে মেঠো পথে গরুর গাড়ি আর
আপন হাতে সযত্নে গড়া ছোটছোট মাটির ঘর।
কিংবা নদী দেখবে, সেখানে ছলাৎ ছলাৎ ঢেউ,
সে ঢেউ দেখে মুগ্ধ হয়নি আছে কি এমন কেউ?
অতসব বলতে পারবনা বরং তুমি
একবার এসে দেখে যেও আমার জন্মভূমি।