মহাখালী লোকে ভরা
মধুহীন মৌচাক।
মৌচাক ছেড়ে অলি
বাস করে মালিবাগ।
রাজারবাগে রাজা নেই
হকারদের হাকডাক।
শান্তিবাগে শান্তি নেই
কষ্ট দিয়ে পুরে ব্যাগ।
বাঘ্হীন নগর শেরে বাংলা
ছেলে মেয়েদের ফিল্ডিং।
পল্লবীতে গাছ নেই
উচু উচু বিল্ডিং।
গাবতলী গব নেই
বাস গাড়ির গড়াগড়ি
গুলিস্তান গুলিহীন
টহলদারী কড়াকড়ি।
মিরপুরে গন্ডা দুয়েক
আর্মি রাবের ছুটাছুটি।
রায়ের বাজার দিনদুপুরে।
টাকা পয়সা লুটালুটি।
খিলগাঁও গ্রাম নয়
আসলে শহর.
সাভারাতে বোঝা যায়
ট্রাক লরির কহর.