আমরা বার বার তুলেছি আওয়াজ
ভাঙ্গ ঘুম জাগো হে নওজোয়ান ।
তোমরা ডাক শুনেই শামিল,জন সমুদ্র ফেনিল
করে বিপ্লবী কুচকাওয়াজ ।।
তারা বরাবর ই ভীতু
নিজ স্বার্থেই থিতু
তাই আমাদের করছে ভাগ ।
তুই নাস্তিক , তুই আস্তিক ,
তুই দালাল , তুই তাঁবেদার
তুই স্বাধীনতার পক্ষ-বিপক্ষ,
তুই ফেরেস্তা - শয়তান অক্ষ
ভাগ করতেই হবে,
এই একটাই লক্ষ্য ।
তোকেই বলছি , আমি জ্বলছি
যুগ হতে যুগান্তর
আমার আমিকে নিশ্চিত চিনি
তাই বার বার আঘাত হানি তোর দুষ্কৃত চিত্তে ,
আর সত্যরে টানিয়া ধরি আরও শক্তিতে
ভেদ করি তোর সব মিথ্যে ।।