এই যে চলছে , কারখানা শত
ঝরছে ঘাম অবিরত ,
তবু কমছে না ক্ষুধার বিষ ময় ক্ষত ।
এই যে দেখ আলো কত শত
প্রাসাদ , বিলাস দুর্বিনীত ,
প্রাগৈতিহাসিক দাস বত
খাটছে শ্রমিক দিন রাত।
মৃত্যুর মিছিল হচ্ছে ভারী
খাটতে খাটতে যাচ্ছে ছাড়ি এই ভূলোক ।
মালিক সেজে কেউ , মুখে স্বাধীনতার ফেউ
শ্রমের ফসল তাঁর নিচ্ছে কারি
ভদ্র বেশি জোঁক ।
জাগ রে এবার
মজুর, কুলি আর মাঝি
হিসেব হবে কড়ায় গণ্ডায়
তোঁর ফসল কার গোলায় যায়
সব মেকি দের মুখোশ খুল আজ
তোল শুধু একটাই আওয়াজ
শ্রম যার, সম্পদ তাঁর।