উষ্ণ অভ্যর্থনা রইলো, এবারের এই শীতে
কেমন করে কাটে একলা বিছান জানিও
এইসব হিম করা রাতে?

এপাশ ওপাশ ফিরে পাও কি খুঁজে
যারে পুষে রাখো যতনে মন বন্দরে
কেঁদেই ফেল না-কি শহজে।

আর_তো ক'টাদিন বরফগলা প্রত্যুষে বসে মুখোমুখি
কেটে গেলে পৃথিবীময় অস্থিরতা এই দূরাবস্থা
থাকবে না-আর অসুখী।

দু'জন মিলে বিজয়োৎসব বানাবো মিলনের সন্ধিক্ষণে।





—ইমরান শাহ্