ভেতর থেকে শূণ্যতা চেপে ধরে আষ্টেপৃষ্ঠে;
ঠিক তখনই করি তোমার ভালোবাসার তরজমা।
উদাস সময়ে নীলকন্ঠ হই, বিশ্বাস করো
তুমি ছাড়া ব্যপৃত হওয়ার কিছু নেই।
কাব্যের খোয়াবনামা করে যায় ব্যপক আহাজারি;
ঘুমের মধ্যে অস্ত্রোপচার—
পোড়া ছাই, ধার অস্ত্রের ফলা,
ছিন্নভিন্ন হয় নীল-লাল নীরব
সকল চাপা অভিমান।
নিজেই চালাই শবাধারে চিৎ হয়ে, ছুরিচিকিৎসা।
—ইমরান শাহ্