গেঁথে যাই অহর্নিশ কথার মালা
মেটে না তবু অরুণ জ্বালা
বিবাগী বিরহে হৃদ গহীনে নৃত্যনাট্য
দুঃখ আর আমি বন্ধনে অকাট্য।

এঁকে গেছি আমরণ সুনিপুণ প্রেমচ্ছবি
অবশেষে দাঁড়িয়ে রয়েছে অনাহুত কবি
নিয়তি নির্মমতায় হত্যা করেছে আশা
দিগভ্রান্ত আজ তাই যজ্ঞের ভালোবাসা।

একা একা করি বেদনা বিলাপ
মোছে না তবু দেয়া অভিশাপ
বিরহী ফুলে গাঁথি অহোরাত্রি প্রেমমালা
জুড়ায় না কেন যেন জ্বালা।

স্মৃতির মন্থন করি, আনমনে ভাবি
প্রিয়মুখ শুধু তোমার বিমূর্ত ছবি
এইতো বেশ আছি, ভালোই আছি
নিরানন্দের কারাগারে নিত্য মরি-বাঁচি।

গেয়ে যাই জীবনের জয়গান অবিরত
বারোমাসি রঙ-বেরঙের  নিয়ে ক্ষত
পোড়ানো শেষে ঠিক হবে সবি
জ্বলেপুড়ে তাই হয়ে উঠি কবি।

বেদনাকে বলি কেঁদ না আর
মেনে নাও জগতের সকল হার
আঁকো মন তুলিতে বাহারি  প্রতিচ্ছবি
তবেই তুমি কবি, তুমি কবি।


-ইমরান শাহ্